চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে অবস্থিত ডাটা এক্সচেঞ্জ কোম্পানিতে জরুরী ভিত্তিতে তিন শিফটে অপারেটর পদে নিয়োগ দেয়া হচ্ছে।
ডে শিফট: সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা।
ইভেনিং শিফট: সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা।
অনলাইন: বাসা থেকে সকালে নয়টা থেকে বিকেল পাঁচটা।
বেতন: কাজের উপর ভিত্তি করে দেয়া হবে।
কাজের বিবরণ: টাইপিং নির্ভর ডাটা এন্ট্রি, প্রয়োজনীয় ফ্রী ট্রেইনিংয়ের মাধ্যমে কাজের উপযোগী করে তোলা হবে।
যোগ্যতা: সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করতে হবে; কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে; বেসিক ইংলিশ ভাল হতে হবে; কম্পিউটারে টাইপ করতে জানতে হবে; নিজের কম্পিউটার থাকতে হবে (অনলাইন অপারেটর হিসেবে আবেদনের ক্ষেত্রে); কাজের ট্রেইনিংয়ের জন্য অফিসে আসতে হবে ও কাজের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
অফিসের ঠিকানা : ডাটা এক্সচেঞ্জ, ২২৫ নূর চেম্বার, হোটেল টাওয়ার ইনের পাশের গলি, ফিসকো ভবন, জুবলী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০১৬২৬-১৮২২৬৬ (সকাল নয়টা থেকে বিকেল পাঁটা পর্যন্ত)