চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পাহাড়তলী থানা এলাকা থেকে রাম জীবন সাহা প্রকাশ আরজে সাহা (৫১) নামে এক ফক্কা (ভূয়া) ডাক্তারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মুহাম্মদ রাইসুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন অভিযানের নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃত রাম জীবন সাহা প্রকাশ আরজে সাহা রাজবাড়ী জেলার সদর থানার খানগঞ্জের অশোকদের বাড়ীর মৃত রবীন্দ নাথ সাহার পুত্র।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আরজে সাহা যথাযথ কোন ডাক্তারি সনদ দেখাতে পারেন নি।। এ সময় তার কাছ থেকে দুইটি ছোট ডাক্তারি প্যাড ও একটি বিপি মেশিন সেট জব্দ করা হয়।