চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলের আটজন সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল তাজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০) ও জনি শাহ (৩২)।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুইটি মিনি কাটার, আটটি মোবাইল ফোন সেট ও একটি শপিং ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে ডাবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় দন্ডবিধি আইনে দুইটি ও অস্ত্র আইনে একটা একটি মামলা করেছে পুলিশ।