টেকনাফ, কক্সাবাজার: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক ও পাচার কাজে ব্যবহৃতহ একটি অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ।
গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশান কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম মীর ইমরান-উর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বাবুল হোসেন (৩০) টেকনাফ থানার দক্ষিণ জালিয়া পাড়া নয় নম্বর ওয়ার্ডের মৃত আহমেদ হোসনের ছেলে।
অভিযানে টেকনাফ উপজেলা পরিষদের সামনে সন্দেহজনকভাবে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী অটোরিকশা রেখে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে পাচারকারী বাবলু হোসেনকে আটক করে।
পরে তার দেহে তল্লাশী করে দুই হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচার কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় আট লাখ ৪০ হাজার টাকা মাত্র। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।