ফুরিয়ে যেওনা—
প্রিয় রাত, ধীরে দম নাও!
আকাশে রাস উৎসব, মেঘেদের আনন্দ ছুট। এই ক্ষণে মিতালী হলে বেমালুম ভুলে যায় মন, কে বেশি আপন, কোন আপনের চেয়ে?
পানকৌড়ি ডানা মেলা রাত, জোৎস্নার সুষমায় ভরিয়ে দাও শুকনো উঠোন। এসো নাচি, নাচাই আজ পরস্পরের দাবি, ভুলে থাকা শোক তুলে এনে রাখি রাস এর মেলায়!
নক্ষত্র খচিত রাত–জানতে চাই কাকে বলে নৈতিক সীমারেখা? কে আসলে নৈতিক মানুষ? মানচিত্রের কতোটুকু আড়াল, কতোটুকু পুনঃব্যবহারযোগ্য?
এসো বাজাই, তুমুল বেজে চলি আলোকচ্ছটায়। রাস উৎসব জয় করে মেলাই ভূমি ও আকাশ।
এক্কাদোক্কা মন, মোহন পূর্ণিমায় তলিয়ে গেলে আমাদের ভাসাইওনা আর!
কবি: সালমা জাহান