চট্টগ্রাম: সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতে না পারায় চট্টগ্রাম মহানগর বিএনপির শনিবারের (১৩ ফেব্রুয়ারি) পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম প্রত্যাহারের সরকারী হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করবে চট্টগ্রাম নগর বিএনপি।
শনিবার বিকাল তিনটায় নগরীর কাজীর দেউড়ীর দলীয় কার্যালয় নাছিমন ভবনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, স্বাধীনতার ঘোষক, প্রথম সেক্টর ও ফোর্সেস কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদানের জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশ (১৩ ফেব্রুয়ারি) শনিবার বিকাল তিনটায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।