চট্টগ্রাম: যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে স্বাধীনতার পক্ষের সেনা বাহিনীর মেজর, বিগ্রেডিয়ার জেনারেল, কর্ণেলসহ অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে।’
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পটিয়ার জিরি এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু নির্মাণ, মহাকাশে স্যাটেলাইট পাঠানো, মায়ানমারের সাথে সমুদ্র জয়সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জয়ের রেকর্ড সৃষ্টি করেছেন।’
দেশরত্ন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. জয়নাল আবেদিন ফরহাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চলনায় সভায় প্রধান বক্তা ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাহাব উদ্দীন।
বক্তব্য রাখেন উপজেলা দেশরত্ন পরিষদের সভাপতি জসিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, চট্টগ্রাম আইন কলেজের সাবেক জিএস জাফর আলম রবিন, চট্টগ্রাম কলেজ ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা আরমান, আওয়ামী লীগ নেতা ভিপি আনছার উল্লাহ, তৌহিদুল আলম জুয়েল, উজ্বল বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা মহি উদ্দীন মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে যুবলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমকে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি