ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাবেদ আবছার চৌধুরীকে করোনা যোদ্ধার সম্মাননা

প্রেস বার্তা
মে ২১, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের উদ্যোগে মহামারি করোনাকালে বিশেষ অবদান রাখা করোনাযোদ্ধা জাবেদ আবছার চৌধুরীর সম্মাননা অনুষ্ঠান বুধবার (১৮ মে) সন্ধ্যায় সিটির চন্দনপুরার এনএসি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব শেখ এ রাজ্জাক রাজু।

সভায় বক্তারা বলেন, ‘করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ সাহসী ভূমিকা রেখেছেন। তাদের সাহসী ভূমিকার ফলে করোনা সংকটে চট্টগ্রাম মৃত্যুঝুঁকি থেকে মুক্ত থেকেছে। করোনা সংকটকালে অনেক মানুষ নিজ আপনজনকে দূরে ঠেলে দিতে ও মৃত্যুর মুখোমুখি দেখেও এগিয়ে আসেনি। কিন্তু কিছু মানবিক মানুষ মৃত্যুতে তুচ্ছ করে মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে এসেছেন সাহসিকতার সাথে। তাদেরই একজন সাহসী মানবিক করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।’

বক্তারা আরো বলেন, ‘করোনাযোদ্ধা জাবেদ আবছার চৌধুরীর সাহসিকতায় চট্টগ্রাম করোনা সংকটকালে মৃত্যুর হ্রাসকরণে বিশেষ ভূমিকা রেখেছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক ও ছয় নম্বর তৈলারদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী মুছা, সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, এমএ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডিকে দাশ মামুন, সদস্য মাসুদ রানা, মোহাম্মদ এমরান, শহিদুল ইসলাম, শফিউল আজম, হুমাইরা কানিজ, রিংকু ভট্টাচার্য, অনুরূপ চৌধুরী, মো. হাসান মুরাদ, এমএ হাশেম, জসিম উদ্দিন চৌধুরী, কেফায়েত উল্লাহ আরকান, জান্নাতুন ফেরদৌস বৃষ্টি, ফাতেমা আকতার ডলি, মো. মহিউদ্দিন, মো. মাইনুল ইসলাম, মো. মাসুদ রানা, হারাধন চৌধুরী, মো. ইসমাইল, মো. সেলিম উদ্দিন, শাহজালাল রানা, মো. সাকের উল্লাহ আশেক, আঁচল চক্রবর্তী, মুরাদ আহমেদ শাওন, নারী নেত্রী তপতী সরকার, শিউলি আকতার, মো. নাঈম হাসান, আবদুল কাদের রুবেল।

প্রেস বার্তা

Facebook Comments Box