চট্টগ্রাম: জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিটির জলসা মার্কেটের দ্বিতীয় তলায় পরিষদের কার্যালয়ে বুধবার (৬ অক্টোবর বিকালে সভা অনুষ্ঠিত হয়।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ নওশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সভায় আগামী ১১ অক্টোবর রাত দশটায় দারুল ফজল মার্কেট চত্বরে আলোচনা সভা, দিবাগত রাত ১২ টা এক মিনিটে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য র্যালীর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুহাম্মদ শফর আলী, চট্টগ্রাম সিটি জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন আজমল, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর, চট্টগ্রাম টেরিবাজার আন্দরকিল্লা হকার সমিতির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. বেলাল, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সিনিয়র সদস্য নাছির উল্লাহ, মো. আলী, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগ কর্মচারী লীগের সহ সভাপতি মো. হুমায়ূন, মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এসএম ফারুক, মো. দুলাল হোসেন, জাকির হোসেন, মো. শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন খান, এসএম মামুন শাহরিয়ার।
প্রেস বার্তা