রাউজান, চট্টগ্রাম: বিরল জমজ আম ধরেছে রাউজানের একটি গাছে। দেশি মিষ্টি জাতের এ আমটির ওজন ২৫০ গ্রাম।
বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের মোহাম্মদপুর গ্রামের মুয়াজ্জিন বাড়িতে মৌলভি মুহম্মদ হাফিজুর রহমান বিএবিটির বড় ছেলে আবু হেনা মোহাম্মদ আবদুল্লাহিল হাসানের রোপণ করা গাছে এ আম ধরেছে।
তার নাতিন প্রাচী রাহমান (১১) দাদুর গাছ থেকে বৃহস্পতিবার (১৩ মে) সকালে সাড়ে দশটায় আমটি ঝরে পড়লে কুড়িয়ে আনে। আমটি একনজর দেখার জন্য আশপাশের অনেক মানুষ ছুটে আসছেন।
রওশন আকতার (৬০) বলেন, ‘কলা, বেগুন, আলু, জাম, মুলা, গাজর- এসবের জমজ দেখেছি। জীবনে প্রথম আজ জমজ আম দেখলাম।’
রাবেয়া খাতুন (৭০) বলেন, ‘আখেরি জমানায় আরো কত কি দেখাবে আল্লাহ। এ জীবনে জমজ আম দেখিনি!
Facebook Comments Box