ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগনের অধিকার ফিরিয়ে দিতে দলকে সুসংগঠিত করতে হবে

পরম বাংলাদেশ ডেস্ক
মে ২২, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী, চট্টগ্রাম: হাটহাজারী উপজেলা, হাটহাজারী পৌরসভা, ১৪টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের এক নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নব গঠিত কমিটির নেতাদের সাথে মত বিনময় সভা শুক্রবার (২০ মে) সিটির জিইসি মোড়স্থ বনজৌর রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরে আনতে এ দেশের জনগনের অধিকার ফিরিয়ে দিতে দলকে সুসংগঠিত করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মো. সেলিম চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য রফিকুল আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকার হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেল যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকবর আলী, সদস্য সচিব আলাউদ্দীন তালুকদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সদস্য সচিব গাজী মুবিন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য ইলিয়াছ চৌধুরী, মোসলেম আলম চৌধুরী, ওসমান গণি, হারুনুর রশিদ, আবু সাঈদ, এক নম্বর ফরহাদাবাদ বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম, দুই নম্বর ধলই বিএনপির আহ্বায়ক জিএম আজম, সদস্য সচিব নাসিম, তিন নম্বর মির্জাপুর বিএনপির আহ্বায়ক সৈয়দ আব্দুল জব্বার, সদস্য সচিব ইয়াকুব, চার নম্বর গুমানমর্দন বিএনপির আহ্বায়ক হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, পাঁচ নম্বর নাঙ্গলমোড়া বিএনপির আহ্বায়ক সালাউদ্দীন আলী, ছয় নম্বর ছিপাতলী বিএনপির আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব কামাল উদ্দীন, আট নম্বর মেখল বিএনপির আহ্বায়ক মো. ইসমাইল, সদস্য সচিব জিএম সাইফুল ইসলাম, নয় নম্বর গড়দুয়ারা বিএনপির আহ্বায়ক শহিদুল্লা বাছা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, দশ নম্বর উত্তর মাদার্শা বিএনপির আহ্বায়ক নুরুল আলম মফিজ, সদস্য সচিব শফিকুর রহমান চৌধুরী টিটু, ১১ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শহিদুল্লাহ মিন্টু, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ১২ নম্বর চিকনদন্ডী বিএনপির আহ্বায়ক মো. হাকিম, সদস্য সচিব ঈসা শফি, যুগ্ম আহ্বায়ক কাউনাইন চৌধুরী টিপু, ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা বিএনপির আহ্বায়ক কামাল উদ্দীন, সদস্য সচিব শাহজান বাদশা মেম্বার, ১৪ নম্বর শিকারপুর, বিএনপির আহ্বায়ক নুর খান, সদস্য সচিব তহিদুল ইসলাম, ১৫ নম্বর বুড়িশ্চর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব এসএম ফারুক, পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গাজী ইউসুপ, সদস্য সচিব শাহাজাহান মঞ্জু, হাটহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক এমদাদ মির্জা, সদস্য সচিব মো. হেলাল, জেলা স্বেচ্ছাসেবক এরশাদ মির্জা, এক নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব হাবিবুর রহমান, দুই নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব মো. জাফর, তিন নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ অলি, সদস্য সচিব আব্দুল হালিম, চার নম্বর বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন, সদস্য সচিব মো. নুরুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন, সদস্য সোহেল সিদ্দিকী, সদস্য সচিব ইউসুফ, ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক দিল মোহাম্মদ দিলু, সদস্য সচিব মুনছুর কাদেরী, সাত নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দীন, সদস্য সচিব মো. ফখরুল ইসলাম, আট নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দীন চৌধুরী, সদস্য সচিব এমএ হাসান, নয় নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইয়াকুব চৌধুরী, সদস্য সচিব মো. মোজাফ্ফর চৌধুরী।

প্রেস বার্তা

Facebook Comments Box