ঢাকা: দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প প্রতি মন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
সোমবার (২২ মার্চ) এক শোক বার্তায় শিল্প মন্ত্রী ও শিল্প প্রতি মন্ত্রী বলেন, আতিকউল্লাহ খান মাসুদ অসম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে সম্পাদনা ও সাংবাদিকতায় যে নীতি ও আদর্শের দৃষ্টান্ত তৈরি করেছেন, তা অনুসরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ এবং বরেণ্য সম্পাদককে হারাল।’
শোক বার্তায় শিল্প মন্ত্রী ও শিল্প প্রতি মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে পাচঁটার দিকে রাজধানীর ক্যান্টনম্যান্টের নিজ বাসায় অসুস্থতা বোধ করলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।