নেতার বেলে তেল দিয়ে
পোঁ ধরেছে পোঁ,
লোকে বলে লোক দেখানো
সবই শুধু শো।
গ্যাস দিয়ে গেয়াস মিয়া
পোঁ ধরেছে পোঁ,
নেতা বলেন এইতো চাই
গো এহেড গো।
গেয়াস মিয়ার বউ বলেন
দো বাবুটা দো,
দোলনা তোকে দোলাবেরে
লেপ্টে দেখি শো।
তাইতো শেষে আজ্রাইলে
জানে মারল ছোঁ।
Facebook Comments Box