চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে চট্টগ্রাম সিটি ছাত্রদলের সাংগঠনিক টিমের কর্মী সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম শনিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসেন খান জসির সভাপতিত্বে এবং সিটি ছাত্রদলের সদস্য ডিএইচ শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু।
তিনি বলেন, ‘ছাত্রদল হল গণতন্ত্রের অতদ্র প্রহরী। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ও ছাত্র রাজনীতিকে সুস্থ ধারা ফিরিয়ে আনতে ছাত্রদল কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে চট্টগ্রাম সিটি ছাত্রদলের নেতৃত্বের ঘাটতি পূরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ৯০’র স্বৈরাচার পতনের আন্দোলনের মত একমাত্র ছাত্রদলই পারবে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে হারানো গণতন্ত্র পূনঃপ্রতিষ্টা করতে।’
জাহেদ হোসেন খান জসি বলেন, ‘চট্টগ্রাম সিটি ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ছাত্রদলকে সুসংগঠিত করা হবে। দেশ ও গণতন্ত্রকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে হলে ছাত্রদলের কোন বিকল্প নেই।’
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা