রাউজান, চট্টগ্রাম: চারিত্বরিকায় খেলাফতপ্রাপ্ত অলিকুল শিরোমণি, নূরে আমির, সানি-এ-খাজা হযরত শাহছুফি সুলতান সৈয়্যদ আব্দুল ছত্তার শাহ্ আল মাইজভাণ্ডারীর (র.) ৯১তম ওরশ মোবারক আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার রাউজান উপজেলাধীন পশ্চিম রাউজানস্থ ছত্তার ভাণ্ডার শাহী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ, রাত দশটায় সেমা মাহফিল।
এতে ওরশ শরীফে সব ভক্ত আশেকান ও হুজুরের রূহানি ফয়েজপ্রাপ্ত আশেকানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মাজারের একক প্রতিষ্ঠাতা আওলাদে পাক ও হুজুরের কনিষ্ঠ পুত্র সৈয়্যদ মোহাম্মদ ইসমাঈল খান শাহের (র.) পুত্রদের পক্ষে আওলাদে পাক ও মুনতাজিমে দরবার সৈয়্যদ মোহাম্মদ মুসা খান, সৈয়্যদ মোহাম্মদ হারুন খান, সৈয়্যদ মোহাম্মদ আইয়ুব খান ও সৈয়্যদ মোহাম্মদ তৌহিদুল ইসলাম খান বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
প্রেস বার্তা