চট্টগ্রাম: জাতীয় পুরষ্কার প্রাপ্ত দেশের সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ধ্রুবতারা অ্যাওয়ার্ড- ২০২০ পেয়েছেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক চৌধুরী ফরিদ।
‘মানবিক মিডিয়া’ ক্যাটাগরীতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
২০ বছর পূর্তি এবং চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন উপলক্ষে ফাউন্ডেশনটি এ অ্যাওয়ার্ড প্রদান করে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিও প্রাপন চক্রবর্তী অর্কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন শেঠ প্রপার্টিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার বিজয় বসাক।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চোধুরী ফরিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক। পরিবেশ কর্মী হিসেবেও চট্টগ্রামের পরিচিত মুখ চৌধুরী ফরিদ। মিশুক মানুষ চৌধুরী ফরিদ তার সুন্দর ও আন্তরিক ব্যবহারের জন্য চট্টগ্রামে সাংবাদিক অঙ্গনে জুনিয়র-সিনিয়র সবার কাছে প্রিয়। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে তার প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে ওঠে। ডাক্তারদের অবহেলায় সাংবাদিক কন্যা শিশু রাইফার মৃত্যুতে চৌধুরী ফরিদের প্রতিবাদী ভূমিকা সবার নজর কেটেছিল। এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে একজন প্রথম সারির সৈনিক চৌধুরী ফরিদ।