চট্টগ্রাম: আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ মার্চ) এক ভার্চুয়াল সেমিনারের (ওয়েবিনার) আয়োজন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিষয়ক ওই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
একে বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন সরকারের রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ছয় (রাউজান) সংসদীয় আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
ওয়েবিনারে সভাপতিত্ব করবেন চুয়েটে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ দমনে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার।
ওই ভার্চুয়াল সেমিনারে চুয়েটে নারীর অবস্থান বিষয়ক প্রামাণ্য চিত্র এবং আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে চুয়েটের শিক্ষার্থীদের নির্মিত অ্যানিমেশন ভিডিও প্রদর্শন করা হবে।
প্রেস বার্তা