চট্টগ্রাম: অভিযান চালিয়ে চট্টগ্রাম সিটির বাকলিয়া এলাকা হতে চুরি করা সাতটি সিএনজিসহ চোরাকারবারীর সক্রিয় সদস্য ছয় যুবককে আটক করেছে র্যাব-৭।
গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হল- চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পুইছড়ির মো. জাকের হোসেনর পুত্র মো. রাসেল (৩৪), হাইদারি পাড়ার মফজুল আহমদের পুত্র মো. আব্দুর রশিদ (৩১), চট্টগ্রাম সিটির বাকলিয়া থানার কালা মিয়া বাজারের মৃত তোফায়েল আহমদের পুত্র মো. আব্দুল গফুর (৪৮), ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর আলীগাঁওয়ের মৃত হাসান বশিরের পুত্র মো. নজরুল ইসলাম (৩৫), হাজারীগঞ্জের মো. হারুন মোল্লার পুত্র মো. আওলাদ হোসেন (২৫) ও মনপুরা থানার চর ফয়েজ উদ্দিন এলাকার মৃত রাফিজল ইসলামের পুত্র মো. মোক্তার হোসেন (৩৭)।
র্যাব-৭ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম সিটির বিভিন্ন এলাকা হতে সিএনজি চুরি করে ওই সিএনজির গায়ে নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চট্টগ্রাম সিটির বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদেরকে চট্টগ্রাম সিটির বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।