চট্টগ্রাম: চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, রাজপথের লড়াকু সৈনিক, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা চট্টগ্রামের তুখোড় নেতা প্রয়াত তারেক সোলায়মান সেলিম।
ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, নগর ও উত্তর দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জানাজা শেষে আলকরণ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক স্ত্রী, ভাই বোনসহ অনেক আত্মীয় স্বজন, সহকর্মী রেখে গেছেন।
সিটি কর্পোরেশনের চার বারের সাবেক এই কাউন্সিলরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান এক্স কাউন্সিলর ফোরাম চট্টগ্রামের সভাপতি জালাল উদ্দিন ইকবাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, ফোরাম নেতা নাজিম উদ্দিন, পেয়ার মোহাম্মদ, নিয়াজ মুহাম্মদ খাঁন, এএসএম জাফর, নুরুল হুদা লালু, আনোয়ার হোসেন ও মোহাম্মদ তৈয়ব প্রমূখ।
প্রেস নিউজ