চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানা এলাকা থেকে ম্যাপ সু ফ্যাক্টরীর কর্মী এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই মহিলার স্বামী মো. রফিককে (৪৫) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেফতাকৃত রফিক রংপুর জেলার মিঠাপুকুর থানার পিরোজপুরের মো. আনছার আলীর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল এগারটার দিকে চান্দগাঁঁওয়ের ১৪ নম্বর গ্যারেজ জমির কলোনীতে একজন মহিলা খুনের খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডের অভিযোগে ওই মহিলার স্বামী মো. রফিককে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয়রা রফিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জিজ্ঞাসাবাদে রফিক জানায়, ওই মহিলা সম্পর্কে তার স্ত্রী হয়। সে একজন বেকার ও তার স্ত্রী ম্যাপ সু ফ্যাক্টরীতে চাকুরী করত। সংসারে আর্থিক অনটনের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হত। বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে ঝগড়াঝাটির এক পর্যায়ে সে তার স্ত্রীকে হত্যা করে। পর দিন সকালে হত্যার ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে প্রচার করছিল।