চট্টগ্রাম: চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠান শনিবার (৪ মার্চ) দুপুরে চবির একে খান আইন অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অতিথি ছিলেন চবির আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইকরাম আনসার তুহিন, চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চবির পৃষ্ঠপোষক লায়ন মো. মুনির হোসেন ও কাজী আবদুস সোবহান।
অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চবির পৃষ্ঠপোষক আ ন ম. শামীম হাসান। চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চবির সভাপতি মো. মাহফুজ আলম অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, নতুন-পুরাতন শিক্ষার্থীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনু কুমার দে নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় হল দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ পাদপীঠ। এখানে যে যত বেশি জ্ঞান আহরণ করতে পারবে, সে তত বেশি সাফল্য লাভ করতে পারবে ‘
তিনি ছাত্রজীবনের প্রতিটি মুহুর্তকে কাজে লাগিয়ে যথাসময়ে শিক্ষা জীবন শেষ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ-জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান।
বিদায়ীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন বেনু কুমার দে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য ও অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।