চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সংঘটিত সংঘর্ষে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং জীবন সংকটাপন্ন মানুষদের দ্রুত মেডিকেলে পাঠিয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।
বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন দলের সদস্যের মধ্যে অনাকাঙ্খিত পরিস্থিতিতে সংঘাত সৃষ্টি হলে, দলমত নির্বিশেষে, বিভিন্নবর্ণ, শ্রেণি-পেশার মানুষদের যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের এক দল প্রশিক্ষিত সদস্যরা প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ সংকটাপন্ন আহত ব্যক্তিদের যুব রেড ক্রিসেন্টের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাৎক্ষণিক হাসপাতালে পাঠিয়েছে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্বাবধানে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রসের (আইসিআরসি) সহযোগীতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের বাস্তবায়নে ফাস্ট এইড ইন আদার সিচুয়েশন অব ভাইলেন্স (ওএসভি) কর্মসূচির আওতায় এসব কাজ করা হয়।
নগরীর লালখানবাজার, পাহাড়তলী, আমবাগানসহ বিভিন্ন এলাকায় সংঘাতময় পরিস্থিতিতে যুব স্বেচ্ছাসেবকরা সার্বিকভাবে সেবা প্রদান করে। এসব কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে কার্যক্রম ঝুকিপূর্ণ স্থান পরিদর্শন, পর্যবেক্ষণ এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী সদস্য আনোয়ার আজম।
কার্যক্রমে চারটি টিমের নেতৃত্ব দেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, শাফকাত জাহান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল এবং স্বাস্থ্য ও সেবা বিভগীয় প্রধান জনি চৌধুরী। এছাড়াও কার্যক্রমটি বাস্তবায়ন করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে ছিলেন।
নির্বাচন চলাকালীন বিভিন্ন ভোট কেন্দ্রে সংঘটিত সংঘর্ষে আহত মোট ১৩৭ জন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা এবং ছয়জন জীবন সংকটাপন্ন ব্যক্তিকে জরুরী ভিত্তিতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
রেড ক্রিসেন্ট চট্টগ্রামের জরুরী প্রাথমিক চিকিৎসা সেবার এ কার্যক্রমটি বৃহস্পতিবার ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রেস নিউজ