চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থানাধীন বিল্লাপাড়া এলাকার বাসিন্দা চলন প্রতিবন্ধী মো. জালাল উদ্দিন বাদশাকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পৃতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিটির গোসাইলডাঙ্গাস্থ বশির আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের কার্যালয়ে জালাল উদ্দিনের কাছে হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়।
এ সময় আ জ ম নাছির বলেন, ‘চলৎশক্তিহীন হলেও অর্থের অভাবে দীর্ঘ দিন ধরে এ মানুষটিকে হুইল চেয়ার ছাড়াই চলাফেরা করতে হত। তাকে একটি হুইল চেয়ার দিতে পেরে নিজের কাছেই ভাল লাগছে।’
এ সময় বশির আহমেদ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন ও জালাল উদ্দিনের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা
Facebook Comments Box