চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে নবম পুনর্মিলনী-২০২৩ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল দশটায় চট্টগ্রাম সিটির বহদ্দারহাটের চান্দগাঁওস্থ স্বাধীনতা কমপ্লেক্সে আয়োজিত মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে ও পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর শংকর লাল সাহা। স্বাগত বক্তব্য দেন পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নুরুল আলম।
দিনব্যাপী পুনর্মিলনী উৎসবে চবির কয়েক শত নবীন-প্রবীন পদার্থবিদসহ তাদের পরিবারের সদস্যদের জমজমাট মিলনমেলা বসে।
প্রেস বার্তা
Facebook Comments Box