চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার চন্দনাইশে ১৯ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক পরিবহনের একটি মিনি ট্রাক জব্দ করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
চন্দনাইশের খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে চেক পোস্ট স্থাপন করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার টেকনাফের কুনাল পাড়ার আবদুল সালামের পুত্র মো. ফারুক (২৯) এবং উত্তর পাড়া শাহপরীর দ্বীপের মৃত নবী হোসেনের পুত্র মো. সেলিম (২৪)
র্যাব জানায়, আটকৃতরা দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম প্রায় ৯৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত মিনি ট্রাকের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
পরবর্তী গ্রেফতার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ ওই দুই আসামীকে চন্দনাইশ থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।