চন্দনাইশ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে ইটভাটাগুলো উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
উচ্ছেদকৃত ইটভাটাগুলো হল চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ চা বাগান রোডের শাহ আমানত ব্রিক ফিল্ড ও কোয়ালিটি ব্রিক ফিল্ড।
ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিল না। এসব ভাটায় কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদন হচ্ছিল।