চট্টগ্রাম: ‘চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন’ (রেজিস্ট্রেশন নম্বর ২২৬০) এর কেন্দ্রীয় কমিটির নতুন নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের খুলশী থানা কমিটি। শুক্রবার (৬ জানুয়ারী) রাতে সিটির খুলশী থানাধীন সেগুন বাগান এলাকার নিবেদন ক্লাব মাঠে ‘চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন’ এর খুলশী থানা কমিটির উদ্যোগে শুরুতে হাফেজ শাহাদাত হোসেনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ‘বিএলএফ’ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া। অতিথি ছিলেন হালকা মোটরযানের সাবেক কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সম্পাদক এমএ হাকিম, হালকা মোটরযান চালক শ্রমিক ঐক্যজোটের সাবেক সভাপতি মো.ইয়াছিন মিয়াজী।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের খুলশী থানা কমিটির সহ-সভাপতি মো.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া, কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন তাপস, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আমির হোসেন, সিনিয়র সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহেল, সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, অর্থ- সম্পাদক মো.নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বজলুর রহমান, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, শ্রম ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রাসেল হাওলাদার, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমাম হোসেন মাসুদ ও নির্বাহী সদস্য মোহাম্মদ সোহাগ।