চট্টগ্রাম: যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ অন্য নেতাদের জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়া অন্যরা হলেন চট্টগ্রাম সিটি যুবদলের সহ সভাপতি আজমল হুদা রিংকু, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাঈনু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, চট্টগ্রাম সিটি যুবদলের সহ সমবায়ক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিছ ও চট্টগ্রাম সিটি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন শিশির।
গত ২৯ মার্চ কোতোয়ালী থানা মামলায় হাইকোর্ট কর্তৃক জামিনপ্রাপ্ত হয়ে রোববার (২১ নভেম্বর) নিন্ম আদালতে আত্মসর্মপণ করলে আদালত জামিন পুনর্বহাল রাখেন।
একই মামলায় চট্টগ্রাম সিটি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও সহ সাংগঠনিক সম্পাদক মো. ইছাহাককে নিন্ম আদালত কর্তৃক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। মামলা পরিচালনা করেন চট্টগ্রাম সিটি বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া ও চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।
প্রেস বার্তা