চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশে শনিবার (১ মে) থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন এমএ আজিজ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন কারাগারে থাকার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ। তিনি এর আগে বন্দর থানা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ কাজীর দেউড়ীতে চট্টগ্রাম মহানগর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে সমাবেশ পন্ড করে দেয় পুলিশ। পরে সন্ধ্যায় প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে শাহাদাত হোসেনসহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। শাহাদাত হোসেন এখনো চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন।
এর প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড শাহাদাত হোসেনের অনুপস্থিতিতে সুচারূরূপে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য এমএ আজিজকে দায়িত্ব দিয়েছেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুমতিক্রমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হল।
প্রেস বার্তা