চট্টগ্রাম: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, কোতয়ালী ও পতেঙ্গা থানায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ১০টা হতে পরিচালিত অভিযানে আট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট এক লাখ ৯৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে নকল আজিনো মোতো টেস্টিং সল্ট, অননুমোদিত রং, হাইড্রোজ, অননুমোদিত রং দেয়া বুন্দিয়া ও তেলাপোকাযুক্ত মিষ্টি ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযানে কোতোয়ালি থানার মোমিন রোডের সাধু মিষ্টান্ন ভান্ডারকে মোড়কে উৎপাদন, মেয়াদ ইত্যাদি তথ্য উল্লেখ না থাকা, অননুমোদিত রঙ ব্যবহার, হাইড্রোজ ব্যবহার, তেলাপোকাসহ মিষ্টি রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করায় এক লাখ টাকা জরিমানা করে বর্ণিত রং, হাইড্রোজ, রং দেয়া মিষ্টি ও তেলাপোকাসহ মিষ্টি ধ্বংস করা হয়।
পতেঙ্গা থানার সি বিচ এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও খোলা অবস্থায় খাবার সংরক্ষণ করায় মায়ের দোয়া রেস্তোরাঁকে ৮ হাজার টাকা, মায়ের দোয়া রেস্তোরাঁ-২কে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ্ ঝালবিতানকে ৫ হাজার টাকা, পর্যটন ট্যুরকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ্ হোটেলকে ১৫ হাজার এবং সি বার্ড হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার তাসনিম এন্টারপ্রাইজকে আজিনো মতো ব্র্যান্ডের টেস্টিং সল্ট নকল করে বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করে প্রায় ৫০ কেজি নকল টেস্টিং সল্ট ধ্বংস করা হয়।