চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পতেঙ্গা কাটগড় মোড়ে জহির ম্যানশন ব্যাংক এশিয়ার নিচে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে দেব এন্টারপ্রাইজের অঙ্গপ্রতিষ্ঠান আদি ফার্মেসির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া কেইপিজেড শাখার হেড অব ব্রাঞ্চ হাবিবুর রহমান, ম্যানেজার অপারেশন গৌতম রায় বিশ্বাস, দেব এন্টারপ্রাইজের কর্ণধার
কাঠগড় ব্যাংক এশিয়ার পরিচালক সমাজ সেবক টিটু দেব, হিউম্যান এইড পতেঙ্গা সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন অনিকসহ এলাকার সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টিটু দেব বলেন, ‘চিকিৎসা সেবায় রোগীদের কমমূল্যে ওষুধ কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আদি ফার্মেসী। এলাকাবাসী ও ক্রেতাদের সুবিধার্থে আদি ফার্মেসী সব সময় আন্তরিক থাকবে।’
প্রেস বার্তা
Facebook Comments Box