চট্টগ্রাম: চট্টগ্রাম ল ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বুধবার (২০ এপ্রিল) নন্দন কাননের পুলিশ প্লাজার রোজ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
খোরশেদুল আলম আকিবের সভাপতিত্বে ও এডভোকেট শাহাদাত হোসাইনের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুর রহমার রিটু। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট অলি আহাম্মেদ, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তার ও আব্দুল আজিজ, ক্লাবের আহ্বায়ক এডভোকেট গৌতম কান্তি চন্দ।
উপস্থিত ছিলেন এডভোকেট চন্দন পালিত, রিপন চৌধুরী, শিমুল বড়ুয়া, সুদীপ কান্তি নাথ, সাইফুল ইসলাম, রিদুয়ান, দিদারুল আলম টিপু, প্রভাল রায়, জয় দাশ গুপ্ত, ওপেল পাল, আলমগীর, আরিফুল ইসলাম, মিশুক বড়ুয়া, খোরশেদুল আলম, রাহুল মজুমদার, শেখু, আবদুল গফুর, কুতুব উদ্দিন, রাজিবুল আলম ও বাবর সম্রাট, সৈয়দ সাউদ, তৈয়ব আলী মির, এডভোকেট শিহাব উদ্দিন, আনোয়ার শাহ, এআর রাবু, বিকাশ নাথ, শারমিন ইয়াছমিন নিশু, জান্নাতুল শিমু ও নুসরাত জাহান, পারভেজ মো. হাবীব, মো. ফোরকান রাসেল, মেঘ আজাদ, মাহিম পারভেজ।
প্রেস বার্তা