চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) উদ্যোগে স্বাধীনতার ৫১তম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৬ মার্চ) শোভাযাত্রার আয়োজন করা হয়।
বন্দর কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বন্দর কর্মচারী পরিষদের যুগ্ম সম্পাদক কাজী আবদুস সাদেক নান্না। উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদের সহ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
আবদুস সাদেক নান্না বলেন, ‘স্বাধীনতা দিবসের এ দিনটি আমাদেরকে সব শোষণ ও অপশক্তির বিরুদ্ধে স্ফুলিঙ্গের মত প্রতিবাদী হওয়া প্রেরণা জোগায়।’
তিনি সবাইকে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রনি, সবুজ শীল, জাহাঙীর আলম, জালাল উদ্দিন, নুরুল আলম বিপ্লব, মোরশেদুল হাসান, শেখ ফরিদ মিঠু, ফরিদুর রহমান, মনিরুল হুদা সিরাজী, রিপন চৌধুরী, মইন উদ্দিন, দিলীপ কুমার, রুপন ঘোষ, হাসান মাহমুদ, রিপন উদ্দিন, শাহ আলম, সাইফুল ইসলাম, ফরহাদ।
শোভাযাত্রা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রেস বার্তা