চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে ভেসে আসা ‘অজ্ঞাতনামা’ একটি লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ নৌ-পুলিশ ও কোস্টগার্ড মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে লাশটি উদ্ধার করে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মূল জেটির ১৩ নাম্বার বার্থের ডগ অফিস সংলগ্ন কর্ণফুলীর তীরে অজ্ঞাতনামা এ লাশটি ভেসে আসে।
খবর পেয়ে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ (চবক) অজ্ঞাতনামা লাশটি প্রাথমিকভাবে পুরুষের লাশ হিসেবে সনাক্ত করা হয়। তবে মৃতের বয়স সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি।
সংশ্লিষ্টদের ধারনা মতে, অজ্ঞাতনামা লাশটি চট্টগ্রাম সমুদ্র বন্দরের বাহিরের কোন জায়গায় হতে ভাসমান হয়ে ১৩ নাম্বার জেটির ডগ অফিস কিনারায় ভিড়ে। লাশটি অনেক দিন আগের বলেও ধারনা করা যাচ্ছে।
লাশটি সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চবক।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সূত্র: এনএসআই