চট্টগ্রাম: চট্টগ্রাম নাগরিক ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ জুলাই) রাতে ভার্চুয়াল আলোচনা সভা ফোরামের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় এতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামীগ সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ ছালাম, ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সভাপতি লেয়াকত উল্লাহ, ফোরামের যুগ্ন সম্পাদক ডাক্তার নাহিদা খানম, চট্টগ্রাম বিশবিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, কাজী গোলাপ রহমান, গণমাধ্যম কর্মী শাওন ইমতিয়াজ, সংগঠক তসলিম খাঁ, কানিজ ফাতিমা লিমা, সাহিত্য কর্মী কাজী আনারকলি, কামরুল ইসলাম, এজিএম জাহাঙ্গীর আলম, ইমতিয়াজ আহমেদ এফসিএ, আনিসুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মো. কাওসার ফারুক, শারুদ নিজাম, এসএম আমিনুল ইসলাম|
শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, ‘চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন প্রত্যাশী এবং জলবদ্ধ মুক্ত মহানগরী প্রত্যাশী নাগরিকদের সংগঠন হিসাবে চট্টগ্রাম নাগরিক ফোরাম ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে | ২০১৫ সালের ৩১ জুলাই চট্টগ্রাম নাগরিক ফোরামের জন্ম হলেও এ সংগঠনের চেয়ারম্যানসহ অন্যরা এর আগেও অনেক বছর ধরে চট্টগ্রামের উন্নয়নে জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া তুলে ধরেছেন এবং সফল আন্দোলনও করেছেন।
চট্টগ্রাম সিটির সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সঠিকভাবে চট্টগ্রামবাসীর উৎকণ্ঠার এ বিষয়টি তুলে ধরা হচ্ছে কিনা এ ব্যাপারে কিছু শংকা রয়েছে।’
বক্তারা চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী মন্ত্রী, এমপিদের ঐক্যবদ্ধভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার জন্য আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, ‘চট্টগ্রামবাসী হাসপাতাল চায় এবং আধুনিক হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। এখানে গরীব জনগণের জন্য চিকিৎসার অসুবিধা রয়েছে এমনকি যারা অবস্থাপন্ন তাদের জন্যও যথাযথ চিকিৎসার অভাব রয়েছে। কাজেই সরকারীভাবে এখানে হাসপাতাল হক এটা নাগরিক ফোরামের দীর্ঘ দিনের দাবি। বর্তমান হাসপাতাল সম্প্রসারণ এবং আধুনিকীকরণের পাশাপাশি চট্টগ্রাম মহানগরীতে এবং মহানগরীর বাহিরে চারটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চট্টগ্রাম নাগরিক ফোরাম দাবি জানিয়ে আসছে। কাজেই হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেটি যেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর লাভের জন্য সরকারী তথা জনগণের সম্পদের বিনিময়ে নয়।’
বক্তারা এখানে হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টির সাথে সিআরবি এলাকায় যে কোন নির্মাণ কাজ, যেটি পরিবেশের ক্ষতি করবে ও গাছ কাঁটাতে হবে, সে ধরণের প্রজেক্ট কোন অবস্থাতেই চট্টগ্রামবাসী মেনে নিবে না বলে জানান। তারা চট্টগ্রামবাসীর এ ঐক্যবদ্ধ মতামতের উপর যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামের জনগণকে দলমত নির্বিশেষে কাজ করে অনেক সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও যতটুকু অর্জন করতে পেরেছে, তাতে চট্টগ্রামবাসীই উপকৃত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন এবং দলীয় রাজনীতির উর্ধে থেকে এ ধরনের ফোরামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে একমত প্রকাশ করেন।
চট্টগ্রাম নাগরিক ফোরামের এ প্রতিষ্ঠা বার্ষিকীতে ফোরামের ভাইস চেয়ারম্যান মরহুম মোহাম্মদ উল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রেস বার্তা