চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলামের মৃত্যুতে এক শোক সভা শুক্রবার (২০ নভেম্বর) বিকাল চারটায় নগরীর ডিসি রোড়স্হ সাবেক সংসদ সদস্য এম কফিল উদ্দিনের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা এম. কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শহিদুল আলম বলেন, ‘বাকলিয়া তথা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শফিকুল ইসলাম। সংগ্রাম, ত্যাগ, লড়াইয়ের মাধ্যমেই তিনি বাকলিয়ায় আওয়ামী লীগের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আজীবন লড়াই করেছেন আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠার জন্য।’
প্রধান বক্তা ফরিদ মাহমুদ বলেন, ‘বাকলিয়ায় স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে উৎখাত করতে হাজী শফি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। হারিয়েছেন নিজ ভাইয়ের পুত্র শহীদ আরিফুল ইসলামকে। হাজী শফি ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। তার সংগ্রামী আদর্শ আমাদের প্রেরণার উৎস। তিনি আপোষহীন নেতা ছিলেন।’
হাজী শফির আদর্শ ধারণ করে আওয়ামী পরিবারের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগরের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন টাক শাহ্ মিয়া জামে মসজিদের খতিব মাওলানা ওয়াহেদ মুরাদ, যুব গণফোরাম চট্টগ্রাম নগর সভাপতি আদিল আহমেদ মজুমদার, চট্টগ্রাম নগর যুব লীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, যুবলীগ নেতা আশরাফুল গনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আক্তার রুজি, যুবলীগ নেতা আমিনুল ইসলাম আজাদ, মরহুমের পুত্র মো মহিউদ্দিন কাদের, নিজাম উদ্দিন কাদের, যুব মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তার মুন্নী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজদৌল্লাহ দৌলত, মো ইসমাইল, জামাল আহমেদ সোহেল, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাবেক ছাত্র লীগ নেতা মো. আলতাফ উদ্দিন ফয়সাল, এলিট ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, রশিদুল ইসলাম রাসু, মো. কাওসার, ছাত্র লীগ নেতা মো. ফাহিম, আলমগীর, আবুল কালাম প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি