চট্টগ্রাম: চট্টগ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য, সাংস্কৃতিক সংগঠক আবদুল মাবুদ দোভাষ আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া সাতটার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালি থানা শাখার সভাপতি এবং প্রগতি সংঘের উপদেষ্টা, রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল মাবুদ দোভাষ দীর্ঘ দিন দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এ দিকে, আবদুল মাবুদ দোভাষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রগতি সংঘের সভাপতি আবুল মনসুুর চৌধুরী এবং সদস্যবৃন্দ। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (২৭ জুলাই) বাদ যোহর ফিরিঙ্গি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।