চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটির আন্দরকিল্লাস্থ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় অধিদপ্তরের য্গ্মু নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ।
সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দীর্ঘ দিন ধরে সমবায়ীদের প্রত্যাশা চট্টগ্রামে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের একটি বহুতল নির্মাণ হবে। নানা প্রতিকূলতা ও জটিলতার কারণে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। দায়িত্ব নেয়ার পর থেকে এ সময়ে ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করেছি। ব্যাংকের নিজ জায়গায় নতুন বহুতল ভবন নির্মাণের ব্যাপারে ইতিমধ্যে নানামুখী প্রস্তুতি ও পরিকল্পনা চলছে। আশা করছি, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর আমরা ভবন নির্মাণ বাস্তবায়নে এগিয়ে যেতে পারব।’
আশীষ কুমার বড়ুয়া বলেন, ‘ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার সাথে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ব্যাংকের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ও সম্মিলিত হয়ে কাজ করতে হবে।’
সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির পরিচালক মো. সাজ্জাদ। বিশেষ ছিলেন ব্যাংক ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, ব্যাংকের সাবেক সভাপতি এএমএম শাহাবুদ্দিন।
মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপনা কমিটির পরিচালক মুজিবুর রহমান, শওকত আলী, হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সুলতানুল আলম চৌধুরী, ধলঘাট আর্বাণ কো অপারেটিভ সমবায় লিমিটেডের সম্পাদক রমা প্রসাদ মিত্র, বোয়ালখালী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, ফটিকছড়ি সমবায় সমিতির সভাপতি আফছার উদ্দিন।
প্রেস বার্তা