ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

চট্টগ্রাম
জানুয়ারি ২৬, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: ঐতিহ্যবাহী সরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে বিদ্যার দেবী শ্রীশ্রীসরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) রাতে অধিবাসের মাধ্যমে বাণী অর্চ্চনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সম্পন্ন হয়।

স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলামের সার্বিক তত্বাবধানে হিন্দু শিক্ষকদের সহযোগিতায় ‘কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদ-২০২৩’ নামের সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল- পূজা, অঞ্জলি প্রদান, কীর্ত্তন, ভোগ-আরতি, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ সুশান্ত দে জানান, ১৮৩৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৭৫ বছর পর ২০১১ সালে এ বিদ্যালয়ে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছিল। এর পর গত বছর (২০২২ সাল) থেকে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে আড়ম্বরপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশনায় অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বাণী অর্চ্চনা সম্পন্ন করতে শিক্ষকদের মধ্যে যারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন, তারা হলেন- পূজা উদযাপন পরিষদের আহবায়ক ইলা সাহা, সদস্য সচিব ধনঞ্জয় দেবনাথ, কোষাধ্যক্ষ সুশান্ত দে, সদস্য শর্মিলা বড়ুয়া, শুভ্রা দাশ, আশীষ কুমার শীল, শিপ্রা সিকদার, সুকুমার দাস, প্রণব কুমার নন্দী, ইলাশ্রী চৌধুরী, দেবীকা ঘোষ, টুম্পা ভট্টাচার্য, কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদের সাবেক কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষার্থী যথাক্রমে প্রিয়ম দাশ, পূজন দাশ, কৌশিক শীল জয়, অরিত্র মজুমদার, অর্পিত দত্ত, দেবজ্যোতি চৌধুরী, অরিজিত দাশ গুপ্ত, বর্ষরাজ দে, অদ্রিত সেনগুপ্ত, সুকর্ণ সেন, অভ্রনীল ঘোষ।

প্রেস বার্তা

Facebook Comments Box