চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের যুগপূর্তি উপলক্ষে সুহৃদ আড্ডার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন নগরীর সাংস্কৃতিক অঙ্গনের বিদগ্ধজনেরা। চট্টগ্রামের বন্ধু আবৃত্তি সংগঠনগুলোকে সাথে নিয়ে আবৃত্তি, কথামালা, গান ও স্মৃতিচারণে মুখরিত থাকবে পুরো আয়োজন। পাতা-ঝরা কুয়াশা-মোড়া মাঘের একটি সকালে যে পথ চলার শুরু, কালের যাত্রায় চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র তাতে বয়ে গেল বারটি বছর।
আবৃত্তি চর্চা মগ্ন একদল দামাল নবীন নিত্য নিজেদের নিবেদন করে যাচ্ছে সৃজন ও মননের বেদীমূলে। সাংগঠনিক এই যাত্রায় তারা খুঁজে চলেছে মনের বন্ধ দুয়ার খোলার চাবিকাঠি, আত্মোপলব্ধি জাগরণের মন্ত্র। এক যুগের এই পথচলা পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণটুকু সবার সাথে ভাগাভাগি করে নিতে মারীর তাণ্ডবক্ষণে সব রকম সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই এই সুহৃদ আড্ডায় অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রেস নিউজ