চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আসাদগঞ্জ চামড়ার গুদাম সংলগ্ন এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবা ও এটি পিকআপসহ দুই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
গ্রেফতারকৃতরারা হল কক্সবাজার জেলার টেকনাফ থানার নয় নাম্বার ওয়ার্ডের দক্ষিণ জালিয়া পাড়ার মো. আইয়ুবের পুত্র এবং ছয় নাম্বার ওয়ার্ডের গোদার বিলের আব্দুল করিমের পুত্র মো. আব্দুল্লাহ (২২)।
মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম ছরোয়ারের নেতৃত্বে ১৫ নম্বর টিম গোপন খবরের ভিত্তিতে শনিবার (৬ মার্চ) রাত নয়টা ৪০ মিনিটের দিকে এ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box