চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় ১১-১২ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।
ইপসার বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ওমর শাহেদ হিরুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার প্রশাসক মো. মমিনুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নীচে সব শিশুর বাল্য বিবাহ নির্মূল ও ১৫-১৮ বছরের শিশুর বাল্য বিবাহ এক তৃতীয়াংশে হ্রাস করার ঘোষণা দিয়েছে। একই সাথে ২০৪১ সালের মধ্যে বাল্য বিবাহ সম্পূর্নভাবে নির্মূল করারও প্রত্যয় ব্যক্ত করেছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের সুবাদে ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সাহায্যে বাল্য বিবাহ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসার বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী ফারহানা ইদ্রিস।
উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক মাধবী বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সুমনী আক্তার, পটিয়া উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, হাটহাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার চৌধুরী, ইপসার বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রুবাইয়্যাৎ বিনতে হেলাল।
প্রেস বার্তা