চট্টগ্রাম: চট্টগ্রামে দেশের বৈদিক স্থাপত্য শৈলী, আইকনিক ও নান্দনিক কারুকার্যের বিচারে অপূর্ব সুন্দর মন্দির হিসেবে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মে) সকালে মার্বেল পাথরে তৈরি দর্শনীয় এ মন্দিরের ভার্চুয়ালী উদ্বোধন করেন ইসকনের প্রধান গুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ।
মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল সুদর্শন চক্র হোম, সুদর্শন চক্র প্রতিষ্ঠা, জগন্নাথ দেবকে রত্ন সিংহাসণে আরহন, রাজভোগ নিবেদন, দাতা ও সুশীল সমাজের অংশগ্রহণে বিশেষ আরতি প্রদান।
এ সময় ইসকন জিবিসি শ্রীমত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, জিবিসি বাংলাদেশ প্রতিনিধি শ্রীপাদ নারু গোপাল স্বামী মহারাজ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমত ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাশ, শ্রীপাদ জগতগুরু গৌরাঙ্গ দাস, শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ লীলারাজ দাস ব্রহ্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়। জগতের কল্যাণে ও মানবমুক্তির জন্য বিশেষ আরতি করা হয়।
প্রেস বার্তা