চট্টগ্রাম: দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসাইন চৌধুরীর বাবা গোলাম রব্বানী চৌধুরী (৭৭) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল দশটায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন গোলাম রব্বানী চৌধুরী।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক শাহাদাত হোসাইন চৌধুরী জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) বাদ জোহর মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামে প্রথম জানাজা ও বাদ আছর সাহেরখালী আলামিয়া চৌধুরী বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box