চট্টগ্রাম: চট্টগ্রামের সাংবাদিক ও চিত্রশিল্পী আজিজুল কদিরের পিতা এটিএম ফৈজুল কদির মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে আটটায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছয় সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।