চট্টগ্রাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত আর নেই।
শনিবার (১০ জুলাই) দুপুর ১২টায় পটিয়ার ধলঘাটস্থ গ্রামের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
বর্ষীয়ান এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন সিইউজে নেতৃবৃন্দ।
এক শোক বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘কবি সাংবাদিক অরুণ দাশগুপ্তের মৃত্যু চট্টগ্রামের সাংবাদিকতায় এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে সমাজে তার মত প্রজ্ঞাবান ব্যক্তির যথেষ্ট সংকট রয়েছে।’
প্রেস বার্তা
Facebook Comments Box