মঞ্চাভিনেতা ও নির্দেশক আহমেদ ইকবাল হায়দার ২০২১ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। শিল্পকলা তথা নাটকে অবদানের তিনি এ পদক পাচ্ছেন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ গুণীজনকে ২০২১ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এর মধ্যে চারজনকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে সাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২১ বিশিষ্টজনের নাম প্রকাশ করা হয়।
নাট্যজন আহমেদ ইকবাল হায়দার তির্যক নাট্যদলের দল প্রধান। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) আর্টিস্টিক ডিরেক্টর। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে মঞ্চ নাটকে কাজ করে যাচ্ছেন। ইকবাল হায়দার একাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন। বর্তমানেও করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি নির্দেশনার কাজও সমান তালে করছেন তিনি।