ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানের অষ্টম মৃত্যু বার্ষিকী পালন

চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: রোকেয়া পদক প্রাপ্ত পথিকৃৎ উন্নয়ন সংগঠন ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে সিটির চান্দগাঁওস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক মোহাম্মদ ফরিদুর রহমান, উপ পরিচালক মারুফুল করিম চৌধুরী, সহকারি পরিচালক শামসুল হক, খালেদা আকতার, সাদিয়া রহমান। অনলাইনে যুক্ত ছিলেন ঘাসফুলের নিবার্হী পরিষদ সদস্য পারভীন মাহমুদ, সাধারণ পরিষদ সদস্য ইয়াসমিন আহমেদ, ঝুমা রহমান ও জাহানারা বেগম।

আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লায়ন মো. জামাল উদ্দিন, লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন সিজারুল ইসলাম, লিও সাজ্জাদ হোসাইন, প্রাক্তন উপ পরিচালক মফিজুর রহমান ও ব্যুরো বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ।

ঢাকাস্থ আজিমপুর করবস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ ও ঢাকা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ পরিচালক জয়ন্ত কুমার বসু, এরিয়া ম্যানেজার মকছুদ আলম কুতুবী, আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির সমন্বয়কারী মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া, ঢাকাস্থ আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি ও সংস্থার সব শাখায় দোয়া মাহফিল এবং এতিম খানায় কোরানখানি ও তবারুক বিতরণ করা হয়।

বলে রাখা ভাল, প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ ১৯৪০ সালের ১ জুন চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন এবং ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২১ সালে ‘বেগম রোকেয়া পদক’ এ ভূষিত করেন। পরাণ রহমানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি।

Facebook Comments Box