ঢাকা: ৪১তম বার্ষিক সাধারণ সভা শেষে বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর নেতৃত্বে নির্বাহী পরিষদের সদস্যরা ঢাকাস্থ আজিমপুর নতুন কবরস্থানে ঘাসফুলের প্রতিষ্ঠাতা নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য মরণোত্তর রোকেয়া পদক ২০২১ প্রাপ্ত শামসুন্নাহার রহমান পরাণের কবর জেয়ারত করেছেন।
কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঘাসফুলের সাধারণ পরিষদ সদস্য মো. ওহিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ঘাসফুলের নির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর জয়নাব বেগম, পারভীন মাহমুদ, সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, উপ পরিচালক জয়ন্ত কুমার বসু, সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার, কর্মকর্তা আবদুর রহমান, এবং ঘাসফুলের শুভাকাঙ্খী ও পরাণ রহমানের নাতী ডাক্তার সাকিব রহমান।
প্রেস বার্তা