ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নিবন্ধন দিবস উদযাপন

ঢাকা
মার্চ ৮, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: মঙ্গলবার (৭ মার্চ) গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) নিবন্ধন দিবস সকাল সাড়ে ১১টায় জিপি হাউস ময়দানে পালিত হয়েছে। সাধারণ সদস্য জিপিইইউ লিডার ও জিপি ম্যানেজমেন্ট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জিপিইইউ নিবন্ধন দিবসের কর্মসূচি সফলভাবে পালন করেছে, যাতে এটিকে স্মরণীয় করে রাখা হয়। একই সাথে সব সার্কেল অফিসে কেক কেটে টোকেন অফ লাভ হিসেবে উপহার বিতরণের মধ্য দিয়ে নিবন্ধন দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিএইচআরও সৈয়দ তানভীর হোসেন এবং আইআর প্রধান কেএম সাব্বির আহমেদ, জিপিইইউর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মাতুজ আল কাদরী। যেহেতু বুধবার (৮ মার্চ) শবেব রাতের ছুটির দিন জিপিইইউ ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে সব সার্কেল অফিসে নারী এমপ্লয়িদের ফুল বিতরণের মাধ্যমে নিবন্ধন দিবস পালন করে। সব এমপ্লয়ি নারী দিবসের থিম অনুসারে গোলাপী ও বেগুনি পোশাক পরে অনুষ্ঠানটিকে উৎসব ও রঙিন করে তোলে।

Facebook Comments Box